রেজাউর রহমান শাহিন লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলায় ৭ম ধাপে ১৬ জন নিবন্ধিত সুফলভোগী জেলের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়।৩ জুন ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহ আজিজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব । এছাড়া বকনা বাছুর বিতরণ কর্মসূচিতে উপস্থিতি ছিলেন লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো: সাইদুর রহমান সহ উপজেলা জাতীয় মৎস্যজীবি,ক্ষুদ্র মৎস্যজীবি প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই অর্থবছরে লালমোহন উপজেলায় সর্বমোট ১৭১ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হবে।