রেজাউর রহমান শাহিন:
“অভয়াশ্রয়ম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহ আজিজ শাহিন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো.জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.খলিলুর রহমান ইমন,
মৎস্য অফিসে কর্মরত সোহাগ’র সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, মেরিন ফিসারিজ অফিসার মো.সায়েদুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি শাখাওয়াত হোসেন ফরাজি, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির উপজেলা সভাপতি মো.শাহজাহান কবির,সাধারণ সম্পাদক আবদুর রহমান নোমান, জাতীয় মৎস্যজীবি জেলে সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু।
এর আগে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার শাহ আজিজ শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমোহন উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ।