০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

লালমোহনে গরু চুরির দায়ে দুই বাজার পাহাড়াদার বরখাস্থ।

লালমোহন (ভোলা)প্রতিনিধি:

 

লালমোহনে গরু চুরির দায়ে দুই বাজার পাহাড়াদার চাকুরি থেকে বরখাস্থ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন  গজারিয়া বাজার পাহারাদার  মহাসিন পঞ্চায়েত, বাজারের পূর্ব পাশের পাটওয়ারী বাড়ির বাবুল পাটোয়ারী এ দুই পাহাড়া দার কে গভীর রাতে তালতলা গরু চুরির অপরাধে আটক করেছে স্থানীয়রা পরে রাতেই টাকার বিনিময়ে সমঝোতা।
গজারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাদেক স্বর্ণকার জানান এই অপরাধে তাদেরকে চাকরি- থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে মহসিন পঞ্চায়েত ও বাবুল পাটওয়ারী কে চাপ প্রয়োগ করলে তারা জানায় জাকির পঞ্চায়েত আমাদের কে ডেকে এই গরুটি নিয়ে আসতে বলে পরে আমরা গরু নিয়ে আসার পথে আমাদের কে স্হানীয়রা ধরে, ধরার পরে জাকির পঞ্চায়েত কে জানাই শুনে ফোন বন্ধ করে ফেলে। আমাদের দোষ কেন দিচ্ছেন।

লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

লালমোহনে গরু চুরির দায়ে দুই বাজার পাহাড়াদার বরখাস্থ।

আপডেট: ০২:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

লালমোহন (ভোলা)প্রতিনিধি:

 

লালমোহনে গরু চুরির দায়ে দুই বাজার পাহাড়াদার চাকুরি থেকে বরখাস্থ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন  গজারিয়া বাজার পাহারাদার  মহাসিন পঞ্চায়েত, বাজারের পূর্ব পাশের পাটওয়ারী বাড়ির বাবুল পাটোয়ারী এ দুই পাহাড়া দার কে গভীর রাতে তালতলা গরু চুরির অপরাধে আটক করেছে স্থানীয়রা পরে রাতেই টাকার বিনিময়ে সমঝোতা।
গজারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সাদেক স্বর্ণকার জানান এই অপরাধে তাদেরকে চাকরি- থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে মহসিন পঞ্চায়েত ও বাবুল পাটওয়ারী কে চাপ প্রয়োগ করলে তারা জানায় জাকির পঞ্চায়েত আমাদের কে ডেকে এই গরুটি নিয়ে আসতে বলে পরে আমরা গরু নিয়ে আসার পথে আমাদের কে স্হানীয়রা ধরে, ধরার পরে জাকির পঞ্চায়েত কে জানাই শুনে ফোন বন্ধ করে ফেলে। আমাদের দোষ কেন দিচ্ছেন।