০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী উপর অমানুষিক নির্যাতন 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

লালমোহন প্রতিনিধি: লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে গত ১০ মার্চ রোজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৫ মাস পূর্বে কালমা ২ নং ওয়ার্ডের ছলিমুদ্দিন বাড়ির মো. নুরনবী মিয়ার মেয়ে তাকিয়ার সাথে পারিবারিক ভাবে শরিয়ত মতে বিবাহ হয় একই এলাকার আকবর এর ছেলে মো.শাকিলের সাথে। পরে সামাজিক ভাবে ধুম দামের সহিত সকল আসবাবপত্র ও নগদ টাকা স্বর্ণালংকার দিয়ে মেয়েকে স্বামীর বাড়িতে তুলে দেয় নুরনবী। এদের কিছুদিন সংসার ভালো চললেও পরে পিতার বাড়ি থকে যৌতুক আনার জন্য চাপপ্রয়োগ করতে থাকে শাকিল ও তার পরিবারের লোকজন কিন্তু গৃহ বধুর পারিবারিক অসচ্ছলতার কারনে তাদের দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় তার উপর  অমানুষিক নির্যাতন। এর মধো কয়েকবার সামজিক ভাবে বিচার ফয়সালা হয়।তার রেশ ধরে গত ১০ মার্চ সকালে গৃহবধূকে দুই হাত কাপড় দিয়ে  বেধে শাকিল ও তার শ্বশুর আকবর দেবর সোহেল এবং শ্বাশুড়ি আংকুরা বেগম এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে আশপাশের লোকজন এসে গৃহবধুর বাবার বাড়িতে খবর দিলে গৃহবধূর পিতা নুরনবী লোকজন নিয়ে মেয়েকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহত গৃগবধু লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।
অভিযুক্ত শাকিলকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমোহন হাসপাতালে খাদ্য সামগ্রী, ষ্টেশনারী ও ধোলাই কাজের টেন্ডারে অনিয়ম

লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী উপর অমানুষিক নির্যাতন 

আপডেট: ১০:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
লালমোহন প্রতিনিধি: লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়ন ২ নং ওয়ার্ডে গত ১০ মার্চ রোজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৫ মাস পূর্বে কালমা ২ নং ওয়ার্ডের ছলিমুদ্দিন বাড়ির মো. নুরনবী মিয়ার মেয়ে তাকিয়ার সাথে পারিবারিক ভাবে শরিয়ত মতে বিবাহ হয় একই এলাকার আকবর এর ছেলে মো.শাকিলের সাথে। পরে সামাজিক ভাবে ধুম দামের সহিত সকল আসবাবপত্র ও নগদ টাকা স্বর্ণালংকার দিয়ে মেয়েকে স্বামীর বাড়িতে তুলে দেয় নুরনবী। এদের কিছুদিন সংসার ভালো চললেও পরে পিতার বাড়ি থকে যৌতুক আনার জন্য চাপপ্রয়োগ করতে থাকে শাকিল ও তার পরিবারের লোকজন কিন্তু গৃহ বধুর পারিবারিক অসচ্ছলতার কারনে তাদের দাবিকৃত যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় তার উপর  অমানুষিক নির্যাতন। এর মধো কয়েকবার সামজিক ভাবে বিচার ফয়সালা হয়।তার রেশ ধরে গত ১০ মার্চ সকালে গৃহবধূকে দুই হাত কাপড় দিয়ে  বেধে শাকিল ও তার শ্বশুর আকবর দেবর সোহেল এবং শ্বাশুড়ি আংকুরা বেগম এলোপাতাড়ি মারপিট শুরু করে। একপর্যায়ে আশপাশের লোকজন এসে গৃহবধুর বাবার বাড়িতে খবর দিলে গৃহবধূর পিতা নুরনবী লোকজন নিয়ে মেয়েকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহত গৃগবধু লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।
অভিযুক্ত শাকিলকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।