০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ শুভ উদ্বোধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে

বরিশালে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষনা করা হয়

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর উপদেষ্টা ফরিদা আক্তার (মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অত্র দপ্তরের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার (অতি: সচিব), বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রো পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার

মো: শরিফ উদ্দিন, উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন নৃপেন্দ্র নাথ বিশ্বাস পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ), জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ বিভিন্ন জোন উপজেলা থেকে অগত মৎস্য কর্মকর্তা ও কর্মচারি এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির জেলেদের সংমিশ্রনে আয়োজিত অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। আয়োজিত অনুষ্ঠানের বক্তারা দক্ষিণ জনপদের জেলেদের জীবন জিবীকা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। বরিশালের বিভাগীয় কমিশনার কাওসার তার বক্তৃতায় দক্ষিণ জোনের ভাষমান এম্বুলেন্স এবং ভাসমান ক্লিনিক ও জেলেদের জন্য আলাদা একটি ব্যাংকের প্রস্তাব আনায়ন করেন। উক্ত প্রস্তানের স্বপক্ষে কথা বলেন, উপদেষ্টা ফরিদা আক্তার তার বক্তব্যে তিনি আয়োজিত অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন।

সর্বাধিক পঠিত

বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল শিক্ষার্থীর চিকিৎসার জন্য অনুদান দিলেন- মেজর হাফিজ

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ শুভ উদ্বোধন

আপডেট: ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে

বরিশালে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষনা করা হয়

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর উপদেষ্টা ফরিদা আক্তার (মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অত্র দপ্তরের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন, আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার (অতি: সচিব), বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রো পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার

মো: শরিফ উদ্দিন, উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন নৃপেন্দ্র নাথ বিশ্বাস পরিচালক, মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ), জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ বিভিন্ন জোন উপজেলা থেকে অগত মৎস্য কর্মকর্তা ও কর্মচারি এবং বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির জেলেদের সংমিশ্রনে আয়োজিত অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়। আয়োজিত অনুষ্ঠানের বক্তারা দক্ষিণ জনপদের জেলেদের জীবন জিবীকা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। বরিশালের বিভাগীয় কমিশনার কাওসার তার বক্তৃতায় দক্ষিণ জোনের ভাষমান এম্বুলেন্স এবং ভাসমান ক্লিনিক ও জেলেদের জন্য আলাদা একটি ব্যাংকের প্রস্তাব আনায়ন করেন। উক্ত প্রস্তানের স্বপক্ষে কথা বলেন, উপদেষ্টা ফরিদা আক্তার তার বক্তব্যে তিনি আয়োজিত অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন।