মাকসুদুর রহমান পারভেজ
ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমান সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি ও চরমোল্লাজী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম শান্তর (৪০) উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ।
জানা যায়, সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালি গ্রামের কাজি বাজারে বিএনপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি মোঃ মফিজুল ইসলাম শান্ত বাড়িতে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৮টায় মোতাচ্ছিম বিল্লাহ বাবুল মিয়ার বাড়ীর সংলগ্ন রাস্তায় আগে থেকে উঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বর্তমানে আহত মফিজুল ইসলাম শান্ত লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।