লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়ার) ভোলা জেলার লালমোহন উপজেলা শাখার কার্যকারী কমিটি গঠিত হয়েছে।
উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন সংগঠনের সদস্য বিভিন্ন ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধিরা।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার লালমোহন বাজারের ফারিয়া অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় এই কমিটি গঠিত হয়।
মো. হাসান পাটোয়ারী কমিটির সভাপতি, মো. শফির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. নাদিম পাটোয়ারী, সহসভাপতি মো. সবুজ, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, মো. তৈয়ব, সহসাধারণ সম্পাদক মো. হাবিবুউল্ল্যাহ,মো.শাহিন,মো. জাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আজাদ, মো. জহির, অর্থ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মো. হাসান, প্রচার সম্পাদক মো. আশ্রাফুল, ধর্ম বি: সম্পাদক মো. মেহেদী, ক্রীড়া সম্পাদক মো. ইমরান, আইনবিষয়ক সম্পাক মো. সোহেল, সাংস্কৃতিক বি: সম্পাদক মো. জাকির, আপ্যায়ন বি: সম্পাদক মো. নয়ন শেখ প্রমুখ।