০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

রাতের আঁধারে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে রাতের আঁধার ডাকাতির সময় আকিমজান (৫৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায়, উপজেলার চরভুতা ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাহাঙ্গীর ডুবাই বাড়ির তোফাজ্জল হোসেন (৬০)এর ৫ ছেলে ২ মেয়ে ছেলেরা সবাই ভিন্ন বাড়ি ঘরে থাকেন। তেফাজ্জল হোসেন ও তার স্ত্রী মৃত আকিমজান তার ছেলে সৌদি প্রবাসী রফিকের বাসায় থাকেন।প্রতিদিনের মত রফিকের স্ত্রী তানিয়া ২ সন্তান নিয়ে বাসায় ভিন্ন রুমে থাকে।

গত কাল ১ সেপ্টেম্বর সোমবার রাতে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার সময় তোফাজ্জলের আরেক ছেলে কামালের স্ত্রী পাহিমা ঐ ঘরের পাশদিয়ে যাওয়ার সময় তার শ্বশুর তাকে ঘর থকে ডাক দিলে ঘরে গিয়ে দেখে ঘরের সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। শ্বশুর, শ্বাশুড়ি ফ্লোরে পড়ে আছে। আর জা তানিয়ার রুমের দরজা বন্ধ ভিতর থেকে ছিটকারি দেওয়া আরের দরজায় তালা মারা। এ অবস্থায় দেখে ডাকচিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন এসে দেখে আকিমজান মৃত পড়ে আছে।এবং অন্যদেরকে নেশা খাওয়ানো হয়েছে।

পরে তানিয়ার রুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় বের করা হয়। তানিয়ার মেয়ে স্কুলে ২য় শ্রেণীতে পরে সে তার নানা বাড়িতে এবং আরেক ছেলে দুধের শিশু সে সাথে ঘুমিয়ে আছে।এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শি পাহিমা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, মৃত্যুর ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। অনেক কিছু আমাদের তদন্তে এসেছে। ঘরের দুইজন অচেতন অবস্থায় পেয়ে তাদেরকে লালমোহন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আর লাশ সুরতহালের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রাতের আঁধারে ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা

আপডেট: ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে রাতের আঁধার ডাকাতির সময় আকিমজান (৫৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায়, উপজেলার চরভুতা ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাহাঙ্গীর ডুবাই বাড়ির তোফাজ্জল হোসেন (৬০)এর ৫ ছেলে ২ মেয়ে ছেলেরা সবাই ভিন্ন বাড়ি ঘরে থাকেন। তেফাজ্জল হোসেন ও তার স্ত্রী মৃত আকিমজান তার ছেলে সৌদি প্রবাসী রফিকের বাসায় থাকেন।প্রতিদিনের মত রফিকের স্ত্রী তানিয়া ২ সন্তান নিয়ে বাসায় ভিন্ন রুমে থাকে।

গত কাল ১ সেপ্টেম্বর সোমবার রাতে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ৮টার সময় তোফাজ্জলের আরেক ছেলে কামালের স্ত্রী পাহিমা ঐ ঘরের পাশদিয়ে যাওয়ার সময় তার শ্বশুর তাকে ঘর থকে ডাক দিলে ঘরে গিয়ে দেখে ঘরের সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। শ্বশুর, শ্বাশুড়ি ফ্লোরে পড়ে আছে। আর জা তানিয়ার রুমের দরজা বন্ধ ভিতর থেকে ছিটকারি দেওয়া আরের দরজায় তালা মারা। এ অবস্থায় দেখে ডাকচিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন এসে দেখে আকিমজান মৃত পড়ে আছে।এবং অন্যদেরকে নেশা খাওয়ানো হয়েছে।

পরে তানিয়ার রুমের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় বের করা হয়। তানিয়ার মেয়ে স্কুলে ২য় শ্রেণীতে পরে সে তার নানা বাড়িতে এবং আরেক ছেলে দুধের শিশু সে সাথে ঘুমিয়ে আছে।এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শি পাহিমা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, মৃত্যুর ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। অনেক কিছু আমাদের তদন্তে এসেছে। ঘরের দুইজন অচেতন অবস্থায় পেয়ে তাদেরকে লালমোহন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আর লাশ সুরতহালের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।