ভোলায় ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের শহরের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেয়ার প্রতিবাদে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর রোডের প্রিয় কুটির বাসায় এই আগুন দেওয়া হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পরে শহরের গাজীপুর সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। এসময় ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকে ছাত্র-জনতা।
এর আগে ভোলা শহর থেকে ফ্যাসিবাদ-বিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতা তোফায়েল আহমেদ বাড়ির সামনে আসে। রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। ক্ষমতার কেন্দ্রে থাকা এই বাসা থেকেই তোফায়েল আহমেদ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসতেন।
এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তোফায়েল আহমেদ এই বাসা অক্ষত ছিল।