ভোলা প্রতিদিন নিউজ:
ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে তিনটি কারখানায় অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩০ মার্চ ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আজিজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত উপজেলার ফরাজগঞ্জ ও বদরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
এ সময় ফরাজগঞ্জ ইউনিয়নের ইলিয়াস সেমাই, একই ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের আল মিজান সেমাই ও বদরপুর ইউনিয়নের নবীনগর গ্রামের জিহাদ লাচ্ছা সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পণ্যের যথাযথ মোড়কীকরণের নিয়ম লঙ্ঘন করার প্রমাণ পাওয়া যায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, এসব কারখানা মালিকদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয় এবং মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ্ আজিজ বলেন,জনস্বাস্থ্যের সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে